Chhaya Silpa Sanskriti, Purulia

ছায়া শিল্প সংস্কৃতি, পুরুলিয়া
Help Line No: (+91) 8276049906, (+91) 9434878186, (+91) 9593559183
Technical Help Line No.: (+91) 9593559197, (+91) 7908612003 Email: chhayashilpasanskritipurulia@gmail.com

Chhaya Silpa Sanskriti, Purulia
অনিবার্য কারণবশতঃ ১৬৫ তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে ছায়া শিল্প সংস্কৃতি, পুরুলিয়ার উদ্যোগে Website এর মাধ্যমে যে Online রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেটি বাতিল করা হইলো । যারা ইতিমধ্যে নিবন্ধীকরণ করিয়াছেন তাহাদের নিবন্ধীকরণের প্রবেশ মূল্য শীঘ্রই তাহাদের নিজস্ব ব্যাঙ্কের খাতায় ফেরত দিয়া হইবে ।
Chhaya Silpa Sanskriti, Purulia
প্রতিযোগিতার বিভাগসমূহঃ

বিভাগ 'ক' : (বয়স ১৪ বছর পর্যন্ত, রবীন্দ্রসঙ্গীত: 'বিপদে মোরে রক্ষা করো' - তাল: ঝম্পক, পর্যায়ঃ পূজা , স্বরবিতানঃ পঞ্চবিংশ (২৫) খন্ড)


বিভাগ 'খ' : (বয়স ১৪ বছরের ঊর্ধ্ব থেকে ১৯ বছর পর্যন্ত, রবীন্দ্রসঙ্গীত: 'নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা' - তালঃ নবতাল, পর্যায়ঃ পূজা , স্বরবিতানঃ চতুর্থ (৪) খন্ড )
বিভাগ 'গ' : (বয়স ১৯ বছরের ঊর্ধ্ব থেকে ২৫ বছর পর্যন্ত, রবীন্দ্রসঙ্গীত: 'নিদ্রাহারা রাতের এ গান' - তালঃ ষষ্টী তাল, পর্যায়ঃ প্রেম , স্বরবিতানঃ পঞ্চদশ (১৫) খন্ড )
বিভাগ 'ঘ' : (বয়স ২৫ বছরের ঊর্ধ্বে, রবীন্দ্রসঙ্গীত: 'ছিন্ন শিকল পায়ে নিয়ে' - তালঃ ষষ্টী তাল, পর্যায়ঃ প্রেম , স্বরবিতানঃ একষষ্টি (৬১) তম খন্ড )

* ০১/০১/২০২৫ তারিখের ভিত্তিতে বয়স নির্ধারণ হবে । বয়সের উপর ভিত্তি করে বিভাগ ও গান নির্ধারিত হবে । জন্ম তারিখ দিয়ে বয়স, বিভাগ ও গান এর বৃত্তান্ত জানতে 'Age, Section & Song Calculator' অপশনের সাহায্য নিন ।

প্রবেশ মুল্য সক্রান্ত তথ্য:

প্রবেশ মূল্য: ১০০/-


নীচের QR Code টি Scan করে অথবা 9635682632@ybl এই UPI ID তে যে কোনো Online Payment App দিয়ে অথবা 9635682632 নম্বরে Phonepay তে ১০০/- টাকা প্রবেশ মূল্য দিন এবং Payment Voucher টা Download করে রাখুন ।

Chhaya Silpa Sanskriti, Purulia


All Rights Reserved. © 2025-2026 ছায়া শিল্প সংস্কৃতি পুরুলিয়া, পুরুলিয়া
Site Designed & Developed by: xetaSOFT IT Services