WELCOME NOTE

এ যাবৎ যত গান শুনেছি বা গেয়েছি, তার মধ্যে রবীন্দ্রনাথের গান বোধহয় সবথেকে সম্পূর্ণ । কথার শক্তির সীমানা যেখানে শেষ হয়, সুর এসে সেখানেই হাত ধরে তার । কথার জগত আর সুরের জগতের চলাচল ভিন্ন রকমের । তার ব্যাকরণও আলাদা আলাদা। রবীন্দ্রনাথের গান শিল্পের যে উচ্চতা ছুঁয়েছে তা অভাবনীয় । কথা ও সুরের মিলনে যে গান তৈরি হল তার নান্দনিকতা যে শুধু সুরেরই নয় বা কথারও নয় বরং সুর, তাল, ছন্দ ও কথার মিশ্রণে বাঁধা এক তৃতীয় পদের, এটা রবীন্দ্রনাথের প্রায় সব গানের ক্ষেত্রেই প্রযোজ্য । ছায়া শিল্প সংস্কৃতি, পুরুলিয়া বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত চর্চার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে চলেছে ।

DESK OF PRINCIAPL

ছায়া শিল্প সংস্কৃতি, পুরুলিয়া রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ও চর্চা কেন্দ্র ১৮ ডিসেম্বর ২০০০ সালে শুরু করেছিল তার পথ চলা । দেখতে দেখতে ২৪ বছর হতে চলেছে, শৈশব, কৈশোর পেরিয়ে সে এখন যৌবনের দ্বারপ্রান্তে । এই সংস্থার মূল উদ্দেশ্য হল শুধুমাত্র ঘরে বসে গান বাজনার চর্চা নয়, বিশুদ্ধ সঙ্গীত শিক্ষার মধ্য দিয়ে রাবীন্দ্রিক ভাব ধারার প্রকাশ ও তার পর নিজেকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করা ও সুস্থ সাংস্কৃতির পথে বিকশিত করা । আমি, শ্রী সুজিত ঘোষ, সংস্থার অধ্যক্ষ হিসেবে আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ও সবাইকে রাবীন্দ্রিক চিন্তার সাংস্কৃতিক পরিমণ্ডলে সংস্থার আগামী কর্মকাণ্ডের শরিক হতে অনুরোধ জানাই ।

SERVICES WE PROVIDE

রবীন্দ্রসঙ্গীত শিক্ষা প্রদান

রাবীন্দ্রিক পরম্পরাকে স্মরণে রেখে বিশুদ্ধ রাবীন্দ্রিক ঘরনার মধ্য দিয়ে রাবীন্দ্রিক উচ্চারণ ও স্বরলিপির প্রতি একনিষ্ঠ একাগ্রতাই আমাদের শিক্ষা প্রদানের মূল মন্ত্র ।

রবীন্দ্রসঙ্গীত চর্চা

নিবিড় অনুশীলনের মধ্য দিয়ে রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন আঙ্গিকগুলোকে অনুসন্ধান করা ও তাঁর ভাবধারাকে আত্মস্থ করার সুনিবিড় প্রচেষ্টা ।

রবীন্দ্রসঙ্গীতের বিকাশ

ধারাবাহিক ভাবে নিত্ত নৈমিত্তিক জীবন চর্চার ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের প্রসার ও নূতন কর্মকাণ্ডের প্রতি সর্বদাই সজাগ দৃষ্টিভঙ্গি রাখা ও নূতন প্রযুক্তির সঠিক ব্যবহার ।

মঞ্চ উপস্থাপনা

সকল শিক্ষার্থীদের দ্বারা বর্ষব্যাপী মঞ্চ উপস্থাপনা ১) রবীন্দ্র জয়ন্তী, ২) রবীন্দ্র প্রয়াণ দিবস, ৩) বসন্ত উৎসব, ৪) সরস্বতী পূজার অনুষ্ঠান, ৫) বার্ষিক অনুষ্ঠান ।

GET IN TOUCH

Nadiha Gymnastic Club Bibir Bandh Para, Post: Dulmi-Nadiha, District: Purulia PIN: 723102, State: West Bengal, Country: India M: +91 9635682632 Email: chayashilpasanskritipurulia@gmail.com Website: https://chhayasilpasanskritipurulia.co.in/