WELCOME NOTE
এ যাবৎ যত গান শুনেছি বা গেয়েছি, তার মধ্যে রবীন্দ্রনাথের গান বোধহয় সবথেকে সম্পূর্ণ । কথার শক্তির সীমানা যেখানে শেষ হয়, সুর এসে সেখানেই হাত ধরে তার । কথার জগত আর সুরের জগতের চলাচল ভিন্ন রকমের । তার ব্যাকরণও আলাদা আলাদা। রবীন্দ্রনাথের গান শিল্পের যে উচ্চতা ছুঁয়েছে তা অভাবনীয় । কথা ও সুরের মিলনে যে গান তৈরি হল তার নান্দনিকতা যে শুধু সুরেরই নয় বা কথারও নয় বরং সুর, তাল, ছন্দ ও কথার মিশ্রণে বাঁধা এক তৃতীয় পদের, এটা রবীন্দ্রনাথের প্রায় সব গানের ক্ষেত্রেই প্রযোজ্য । ছায়া শিল্প সংস্কৃতি, পুরুলিয়া বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত চর্চার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে চলেছে ।